Home / লিড নিউজ / আগামী ২৯ মার্চ থেকে সব ধরনের কোচিং বন্ধ

আগামী ২৯ মার্চ থেকে সব ধরনের কোচিং বন্ধ

ক্রাইম প্রতিদিন: আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে ২৯ মার্চ বৃহস্পতিবার থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন আজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। কারণ, সব ধরনের কোচিং সেন্টার নিয়েই অভিযোগ আসে। সচিব বলেন, সব কোচিং বন্ধ নিয়ে হয়তো তর্ক-বিতর্ক হবে। কিন্তু আমরা চাচ্ছি না যে, কোচিংগুলো খোলা থাকুক। এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানাতে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হবে। উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 18
    Shares