Home / এক্সক্লুসিভ / আ’লীগ-বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা

আ’লীগ-বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা

ক্রাইম প্রতিদিন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র হাতেগোনা কয়েক মাস বাকি। নির্বাচনকে ঘিরে অন্যান্য স্থানের মতো কুষ্টিয়ার ৪ আসনের রাজনীতিকরাও নড়েচড়ে বসেছেন। নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে বিভিন্ন মত পার্থক্য থাকলেও নিজ এলাকায় প্রচার-প্রচারণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সব দলের নেতাকর্মীরা। আগামী সংসদ নির্বাচনে জেলার চারটি আসনেই আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন চাইবেন বলে গুঞ্জণ উঠেছে।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে মনোনয়নের দৌড়ে আওয়ামী লীগের বর্তমান এমপি রেজাউল হক চৌধুরীর শক্ত প্রতিপক্ষ সাবেক এমপি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ। এ ছাড়াও এ আসনে সাবেক ছাত্রলীগ নেতা আ ক ম সরোয়ার জাহান বাদশারও নাম শোনা যায়। এ আসনে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাব হোসেন মনোনয়ন দৌড়ে এগিয়ে আছে বলে জানা গেছে।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ১৪-দলীয় ঐক্যজোটের প্রার্থী হতে পারেন। একই নির্বাচনী এলাকার বাসিন্দা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তবে জোটবদ্ধ নির্বাচনের কারণে গত দুটি জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এ আসনে হানিফ ও ইনুর অনুগতদের মধ্যে একটা ঠাণ্ডা লড়াই আছে। এ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দফতর সম্পাদক ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন প্রার্থী হতে পারেন।

স্থানীয় বিএনপি নেতাদের ধারণা, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি দল থেকে এ আসন মনোনয়ন পাবেন তিনি হবেন বিএনপি’র কান্ডারী এবং তাকে কেন্দ্র করে বিএনপি তার হারানো অবস্থা ফিরে পাবে এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করবে। তাই এ সুযোগটাকেই কাজে লাগাতে চান বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীরা।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবারও দলের মনোনয়ন পেতে পারেন। তবে ব্যারিস্টার আমীর-উল ইসলাম, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীও এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিএনপির সম্ভাব্য প্রার্থী। তবে বিএনপি নেতা সদর উপজেলা চেয়ারম্যান শিল্পপতি প্রকৌশলী জাকির হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীমুল হাসান অপুও দলীয় মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরা হলেন, বর্তমান এমপি আবদুর রউফ, জেলা আওয়ামী লীগ সভাপতি খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাবেক এমপি সুলতানা তরুণ, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদ হোসেন জাফর। এ আসনে জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদি আহমেদ রুমী ও বিএনপি নেতা নূরুল ইসলাম আনছার দলীয় মনোনয়ন চাইবেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 27
    Shares
x

Check Also

একাদশ সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হতে পারে যেসব তারকা

ক্রাইম প্রতিদিন ...