Home / লিড নিউজ / ইয়াবাসহ আটক সেই আ.লীগ নেতা দল থেকে বহিষ্কার

ইয়াবাসহ আটক সেই আ.লীগ নেতা দল থেকে বহিষ্কার

ক্রাইম প্রতিদিন : টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ফজলুল হক ফন্নু ও তার স্ত্রী রালিমা বেগম রাখি সখীপুর থানা পুলিশের হাতে তিন হাজার পিস ইয়াবাসহ আটক হওয়ার একদিন পরই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

কাজী অলিদ ইসলাম বলেন, ফজলুল হক ফন্নু উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত ছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দীর্ঘদিন যাবৎ দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার দায়ে এক জরুরি সভায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
x

Check Also

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে ‘তাড়াতাড়ি সিদ্ধান্ত’

ক্রাইম প্রতিদিন : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর ...