Home / বিনোদন / ঐশ্বরিয়ার ঢঙে ছবি তুলে মন কাড়ল আরাধ্যা

ঐশ্বরিয়ার ঢঙে ছবি তুলে মন কাড়ল আরাধ্যা

ক্রাইম প্রতিদিন : ইনস্টাগ্রাম মাতাচ্ছেন একসময়ের বলিউড মাতানো মিস ওয়ার্ল্ডখ্যাত অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। ভক্তদের এখন আলোচনার বিষয় ঐশ্বরিয়া ইনস্টাগ্রামে কখন কি পোস্ট করেন।

নানা ছবিতে নজর কাড়ছেন এ সাবেক বিশ্বসুন্দরী। ছবিগুলো দেখে ভক্ত অনুরাগীরা তার সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাপারে জানতে পারেন।

তবে ভক্তদের এখন মূল আগ্রহ ঐশ্বরিয়া নয়, তার কন্যা আরাধ্যাতে। বচ্চন পরিবারের আদুরে দুলালীকে দেখতেই নাকি ঐশ্বরিয়ার ইনস্টাগ্রামে ভিড় জমায় নেট বিশ্ব।

সে আশাও পূরণ করেন আরাধ্যার মা। অনেক ছবিতেই মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায় ফুটফুটে আরাধ্যাকে। কানের লাল কার্পেট হোক বা ব্যস্ত মুম্বাইয়ের কোনো উৎসবে হোক। বারবার ইনস্টাগ্রামে মায়ের সঙ্গেই দেখা গেছে আরাধ্যাকে।

শনিবার এমন দুটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন ঐশ্বরিয়া। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, মাকে অনুকরণ করেছে আরাধ্যা।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে কালো গাউন পরে শিশুদের একটি রাইডের ওপর দাঁড়িয়ে দূরে কোথাও মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ঐশ্বরিয়া। এর কয়েক ঘণ্টা পর একই জায়গায় একই কায়দায় আরাধ্যার ছবি পোস্ট করেন তিনি।

ইতিমধ্যে ছবি দুটি লাইক ও কমেন্টে ভেসে যাচ্ছে। হয়তো ধীরে ধীরে বেড়ে ওঠা আরাধ্যার দুই চোখে ভক্তরা নতুন ঐশ্বরিয়াকে খুঁজছেন তারা।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 16
    Shares
x

Check Also

ঐশ্বরিয়ার সমকামী ভিডিও ভাইরাল!

ক্রাইম প্রতিদিন : ঐশ্বরিয়া রায়। সাবেক বিশ্ব সুন্দরী ...