Home / সারাদেশ / রাজধানী / খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন কোকোর স্ত্রী-মেয়েসহ পরিবারের ৬ সদস্য

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন কোকোর স্ত্রী-মেয়েসহ পরিবারের ৬ সদস্য

ক্রাইম প্রতিদিন, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেছেন তার পরিবারের ছয় সদস্য। এর মধ্যে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমানও ছিলেন।

আরও ছিলেন খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ভাই শামীম এস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা ও ভাগনে অভিক এস্কান্দার।

সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত তারা কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এ সময়ে তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তবে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার লন্ডন থেকে বাংলাদেশে আসেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 18
    Shares
x

Check Also

খালেদা জিয়ার নামে ৩ পশু কোরবানি

ক্রাইম প্রতিদিন : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ...