Home / সারাদেশ / গায়েহলুদের দিন চুল কাটতে গিয়ে ফরিদগঞ্জে বর নিখোঁজ

গায়েহলুদের দিন চুল কাটতে গিয়ে ফরিদগঞ্জে বর নিখোঁজ

ক্রাইম প্রতিদিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে গায়েহলুদের দিন চুল কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন বললাম সাহা (বলাই) নামের এক ব্যবসায়ী। পরের দিন বিয়ে হওয়ার কথা ছিল। এ ঘটনায় নিখোঁজের পরিবার থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ বর বললাম সাহা (বলাই) ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসাবাজারে রূপা স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।

শুক্রবার থানায় ভাইয়ের খোঁজ নিতে আসা ভাই সুমন সাহা ক্রাইম প্রতিদিনকে জানান, তার ভাই রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে রূপা স্টোর নামে একটি দোকানের মালিক। বৃহস্পতিবার তার গায়েহলুদ এবং শুক্রবার মতলবের নারায়ণপুরে তার বিয়ের দিন ধার্য ছিল।

২৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে সে চুল কাটার কথা বলে বাজারে এলেও আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা পর্যন্ত তার কোনো হদিস না পাওয়ায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় নিখোঁজের বিষয়টি নিশ্চিত হয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন ক্রাইম প্রতিদিনকে জানান, জিডি মোতাবেক পুলিশ খোঁজ নিচ্ছেন।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 279
    Shares
x

Check Also

ফরিদগঞ্জে কৃষকলীগের ইউনিয়ন কমিটি গঠন

ক্রাইম প্রতিদিন : ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ...