Home / সারাদেশ / শোক সংবাদ / চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ
অভিনেত্রী তাজিন আহমেদ, ছবি সংগৃহীত

চলে গেলেন অভিনেত্রী তাজিন আহমেদ

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই। মঙ্গলবার বিকাল ৪টা ৩০ মিনিটে উত্তরার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন ধরেই খবরের আড়ালে ছিলেন তিনি। কিন্তু এবার খবরের শিরোনাম হলেন প্রস্থানের খবর নিয়ে। তার হাসিমাখা মুখটি আর দেখতে পাবেন না সহকর্মীরা।

দুপুরের দিকে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ অভিনেত্রী। অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

জানা গেছে যখন তাজিনের হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। উনি তাজিনের সঙ্গেই থাকতেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে যান।

তখন হাসপাতালে তাজিনের সঙ্গে যান রওনক হাসান, জাকিয়া বারী মম, হুমায়রা হিমু ও আরও অনেকে। প্রসঙ্গত, বিটিভির সোনালি দিনগুলোতে তাজিন আহমেদের উত্থান। জাহিদ হাসান, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, টনি ডায়েসদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিতই তিনি হাজির হতেন টিভি দর্শকদের সামনে।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম অর্জন করেছেন তিনি। খুব ভালো তাজিন আহমেদের লেখার হাতও। অনেক দিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে।

Print Friendly, PDF & Email
শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 115
    Shares