Home / সারাদেশ / চাঁদপুরে অসুস্থ প্যানেল চেয়ারম্যানের পাশে শামছুল হক ভূঁইয়া

চাঁদপুরে অসুস্থ প্যানেল চেয়ারম্যানের পাশে শামছুল হক ভূঁইয়া

ক্রাইম প্রতিদিন, চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জ রুপসা উত্তর প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মমিন উল্যাহ পাটওয়ারীকে দেখতে চাঁদপুর সদর হাসপাতালে গেলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শামছুল হক ভূঁইয়া।

বুধবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সদর হাসপাতালে ২য় তলায় অসুস্থ মমিন উল্যাহ পাটওয়ারীর খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহাংগীর আলম (শিপন), জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কে এম মাসুদ, চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নোমান, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহŸায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম-আহŸায়ক মহিউদ্দিন ইরান ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেন মনির, সাবেক ছাত্র নেতা জহিরুল ইসলামসহ অন্যান্যরা।

প্রসঙ্গত, ফরিদগঞ্জ রুপসা উত্তর প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মমিন উল্যাহ পাটওয়ারী হঠাৎ গত মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 21
    Shares
x

Check Also

ফরিদগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় ৫ যুবক আটক

ক্রাইম প্রতিদিন : ফরিদগঞ্জে এক যুবকের কাছ থেকে ...