Home / এক্সক্লুসিভ / ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় শিক্ষককে জুতাপেটা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় শিক্ষককে জুতাপেটা

ক্রাইম প্রতিদিন, সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় : স্কুল পড়–য়া ছাত্রীকে কুপ্রস্তাব, শিক্ষককে জুতাপেটা করেছে অভিভাবক। গত সোমবার বোদার উপজেলার বড়শশী ইউনিয়নের ৩৩নং বদেশ্বরীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোক্তারুল আলম প্রতিবেশী স্কুল বদেশ্বরী বাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় ছাত্রীর অভিভাবক জুতাপেটা করেছে। স্থানীয় সুকুমার রায়, হরিদাস চন্দ্র, শহিদুল ইসলাম জানায়, শিক্ষক মোক্তারুল আলম কিছুদিন যাবৎ ঐ ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছে।

ঘটনার দিন ঐ স্কুলের দপ্তরী মোঃ জিয়া কে দিয়ে শিক্ষক মোক্তারুল আলম ঐ ছাত্রীকে আবারও কুপ্রস্তাব দেয়। ছাত্রী বিষয়টি অভিভাবককে জানাইলে ছাত্রীর অভিভাবক পিতা সাইফুল ইসলাম, ভাই নাজমুল হক লিটন স্কুল সংলগ্ন বদেশ্বরী বাজারে সকাল ১১টার সময় তহিদুলের হোটেলে ঐ শিক্ষক ও দপ্তরীকে জুতাপেটা করে। শিক্ষক মোক্তারুল আলম এর সাথে কথা হলে তিনি মারপিটের কথা স্বীকার করেন কিন্তু মেয়ে ঘটিত বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী মিন্টু জানান, মেয়ে ঘটিত বিষয়ে আমার সহকারী শিক্ষকের ওপর অতর্কিত হামলা করে। এ ঘটনার উপর আমি বাদী হয়ে বোদা থানা ও বোদা উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছি। বোদা উপজেলার শিক্ষা অফিসার আবু ইউসুফ ভুঞা এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের বিষয়টি বোদার থানার অফিসার ইনচার্জ সত্যতা স্বীকার করেন।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 87
    Shares
x

Check Also

ময়মনসিংহে শিক্ষকের জাল সনদের প্রতিবাদে মানববন্ধন

ক্রাইম প্রতিদিন, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ : ...