Home / সারাদেশ / টেকনাফে মে মাসে বিজিবির সাড়ে ২২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য আটক

টেকনাফে মে মাসে বিজিবির সাড়ে ২২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য আটক

ক্রাইম প্রতিদিন, খাঁন মাহমুদ আইউব, কক্সবাজার : কক্সবাজার’র টেকনাফ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) গেলো মে মাসে তাদের অভিযানের রিপোর্ট পেশ করেছেন।গোটা মাস জুড়ে স্থল ও নৌ-পথে ২২ কোটি ৫৭ লক্ষ ৭৩ হাজার ১৩৫ টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাই পণ্য আটক করেছে।

এর মধ্যে ইয়াবা ৭লাখ ১৮হাজার ৪৫৬ পিস।এঘটনায় ৪৯টি নিয়মিত মামলায় ২৩ পাচারকারীকে আটক এবং ২জন  পাচারকারী পলাতক আসামী করা হয়েছে।১০লাখ ৯৯ হাজার ২৭৫ টাকার অন্যান্য মাদক দ্রব্য বিয়ার, বিদেশী মদ, চোলাই মদ, গাঁজা ও ফেন্সিডিল আটক করেছে ।এঘটনায় ১৮টি মামলা হয়েছে।তাছাড়া এছাড়া ৯১লাখ ৩৭হাজার ৬০ টাকার অন্যান্য চোরাই পণ্য আটক করেছে।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মি.আছাদু জামান চৌধুরী স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 20
    Shares
x

Check Also

ইয়াবা সহ এক নারী আটক

ক্রাইম প্রতিদিন, খাঁন মাহমুদ আইউব(কক্সবাজার) : কক্সবাজার’র টেকনাফে ...