Home / সারাদেশ / নড়াইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও গ্রন্থাগার ভবন উদ্বোধন

নড়াইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও গ্রন্থাগার ভবন উদ্বোধন

ক্রাইম প্রতিদিন, উজ্জ্বল রায়, নড়াইল : “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও গ্রন্থাগার ভবন” এর উদ্বোধন করা হয়েছে। নড়াইলের আমাদা আদর্শ কলেজে প্রস্তাবিত একতলা এ ভবনটির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন ভবনটির উদ্যোক্তা সমাজসেবক শেখ আমিনুর রহমান হিমু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্লা, লোহাগড়া থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক সুলতান মাহমুদ, আসাদুজ্জামান মন্ডল, ডাঃ গাজী শাহিদুর রহমান ইদ্রিস, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম, কলোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন, শিক্ষক কায়সার উদ্দিন হারুন প্রমুখ। সাংবাদিক ফরহাদ খান, ক্রাইম প্রতিদিন এর জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক ভোরের বাংলার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা, প্রচার সম্পাদক বুলু দাস, চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মোঃ ইমরান হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও গ্রন্থাগার ভবনে তিনটি কক্ষ রয়েছে। জানা যায়, শিক্ষানুরাগী ও শিল্পপতি আওয়ামী লীগ নেতা শেখ আমিনুর রহমান হিমুর ব্যক্তিগত অর্থায়নে ভবনটি নির্মিত হয়েছে।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 3
    Shares
x

Check Also

৫ টাকার টিকিটে স্বাস্থ্যসেবা নিলেন প্রধানমন্ত্রী

ক্রাইম প্রতিদিন : গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা ...