Home / রাজনীতি / প্রস্তাবিত বাজেটে নতুন কিছু নেই : রওশন

প্রস্তাবিত বাজেটে নতুন কিছু নেই : রওশন

ক্রাইম প্রতিদিন : সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন কিছু নেই। প্রস্তাবিত বাজেট গতানুগতিক। এটাকে নির্বাচনী বাজেট বলা যেতে পারে।

বৃহস্পতিবার (৭ জুন) ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রওশন বলেন, প্রত্যেক সরকারই বাজেট দেয়, এবারও বাজেট দেয়া হয়েছে। অনেক সময় বিভিন্ন প্রকল্প নেয়া হলেও তা বাস্তবায়ন হয় না। তবে এবারের বাজেট নিয়ে আশান্বিত, দেখা যাক জনকল্যাণ কতটুকু হয়।

রওশন বলেন, এটা নির্বাচনী বাজেট। এবার আমরা আশা করছি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সুযোগ সৃষ্টি হবে। জনগণের প্রত্যাশা পূরণ হবে। তবে কতটুকু পূরণ হবে সেটাই দেখার বিষয়।

তিনি বলেন, পাঁচ বছর ধরে মাদক- ফরমালিনের বিরুদ্ধে কথা বলছি। এখন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এটা আরও আগে শুরু হলে এত ক্ষতি হতো না।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 2
    Shares
x

Check Also

জাতীয় পার্টির এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি অর্থমন্ত্রীর

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : আগামীতে জাতীয় পার্টির সদস্যরা যদি ...