Home / সারাদেশ / ফরিদগঞ্জে ইউনিয়ন যুবমহিলা লীগের সম্মেলন

ফরিদগঞ্জে ইউনিয়ন যুবমহিলা লীগের সম্মেলন

ক্রাইম প্রতিদিন, শফিকুর রহমান, ফরিদগঞ্জ : ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড যুবমহিলা লীগের সম্মেলন শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আহত ও যুবমহিলা লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য নাসিমা লোকমান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জের আসনে জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবে যুবমহিলা লীগ তাকেই বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও পৌর আ’লীগের সাংগঠণিক সম্পাদক মো. সাইফুল ইসলাম রিপন।

উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ও প্যানেল মেয়র খতেজা বেগম আলেয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংস্কুতিক মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিএম লোকমান হোসেনের পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য ও উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হাসিনা বেগম, ফরিদগঞ্জ পৌর যুবমহিলা লীগের আহ্বায়ক তানজিলা আক্তার রুনা, যুগ্ম আহ্বায়ক শাহিনা আক্তার, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন টিটু প্রমুখ। সম্মেলনে দুই ওয়ার্ডের শত শত নারী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 9
    Shares
x

Check Also

ফরিদগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় ৫ যুবক আটক

ক্রাইম প্রতিদিন : ফরিদগঞ্জে এক যুবকের কাছ থেকে ...