Home / লিড নিউজ / বরিশালে বিএনপির সমাবেশে কেন্দ্র্রীয় নেতারা

বরিশালে বিএনপির সমাবেশে কেন্দ্র্রীয় নেতারা

ক্রাইম প্রতিদিন, বরিশাল : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বরিশালে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ। সমাবেশে যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার বেলা ৩টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ শুরু হয়।

কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ব্যারিস্টার শাহজাহান ওমরসহ দলটির সিনিয়র নেতারা মঞ্চে রয়েছেন। এ রিপোর্ট লেখার সময় বিকেল ৪টায় বক্তব্য রাখছিলেন মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশ ঘিরে ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশে-পাশের সড়কে অবস্থান নিয়েছে বিএনপির নেতা ও কর্মী-সমর্থকরা। সেই সাথে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিযুক্ত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 24
    Shares
x

Check Also

নয়াপল্টনে বিএনপির জনসভা চলছে

ক্রাইম প্রতিদিন : বিএনপির চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে ...