Home / লিড নিউজ / বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ক্রাইম প্রতিদিন, বরিশাল : কোটা সংস্কারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা পটুয়াখালী-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সোমবার সকাল ৯টা থেকে তারা মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন।

এর পর রাত পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা পুনরায় একাডেমিক ভবনের সামনে এসে অবস্থান নেন এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়ক আটকে দেন। রাস্তার ওপর আগুন জ্বালিয়ে ও ইট ফেলে সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।

তৃতীয় দফায় সকাল ৯টা থেকে পুনরায় ইট ফেলে আগুন জালিয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এটি আমাদের যৌক্তিক দাবি। আমরা কোনো অনৈতিক দাবি নিয়ে রাস্তায় নামিনি।

এদিকে মহাসড়ক অবরোধের ফলে বরিশাল থেকে বরগুনা, পটুয়াখালী ও ভোলায় সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 3
    Shares
x

Check Also

নামেই বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : যৌন হয়রানি প্রতিরোধ ...