Home / বাংলাদেশ / সারাদেশ / বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

ক্রাইম প্রতিদিন, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন। আজ দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পমাল্য অর্পণ করে তাঁর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাবেক সাধারন সম্পাদক ওমর ফারুক, প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। পরে বিকালে গোপালগঞ্জ সার্কিট হাউজে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মমতাজ উদ্দিন স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
x

Check Also

এ মাসের যেকোনো দিন গোপালগঞ্জে রেলপথ উদ্বোধন

ক্রাইম প্রতিদিন ...