Home / বিজ্ঞান ও প্রযুক্তি / বাজারে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে দামি ফোন

বাজারে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে দামি ফোন

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : চীনের স্মার্টফোন ব্র্যান্ড ওয়ান প্লাস। প্রতিষ্ঠানটি যে কয়টি ফোন এই পর্যন্ত বাজারে এনেছে সবগুলোই লুফে নিয়েছেন ক্রেতারা। এবার আসছে সবচেয়ে দামি ওয়ান প্লাস ফোন। ফোনটি ওয়ান প্লাস সিক্স।

নতুন ফোনটির দাম হবে ৭৪৯ ডলার। এ বছরের মাঝামাঝিতে ফোনটি বাজারে আসবে। গিজমো চায়না এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ানপ্লাস সিক্সে থাকছে ৮ জিবি র‌্যাম। রম থাকছে ২৫৬ জিবি।

ওয়ানপ্লাস সিক্সে থাকছে ৬.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এই ফোনটি হবে আইফোন এক্স’র মত নচ ফিচার সমৃদ্ধ। মিনিমাল বেজেলের এই ফোনটির ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 21
    Shares
x

Check Also

স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ!

ক্রাইম প্রতিদিন : ইদানীং ব্যাংক জালিয়াতি, অনলাইন হ্যাকিং’র ...