Home / বাংলাদেশ / রাজনীতি / বিজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্রে লিপ্ত আ’লীগ : দুলু

বিজয় নিশ্চিত জেনে ষড়যন্ত্রে লিপ্ত আ’লীগ : দুলু

ক্রাইম প্রতিদিন : রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপির প্রতি জনসমর্থন বাড়ছে। বিএনপির বিজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সোমবার নগরীর ১০, ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে। তাদের গ্রেফতার করছে। সেই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র ভাঙচুর করছে। পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছেঁড়া অব্যাহত রেখেছে।

তিনি বলেন, যতই বাধা ও নির্যাতন হোক বিএনপি নির্বাচন বয়কট করবে না।

গণসংযোগের সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট নাদিম মোস্তফা, বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 30
    Shares
x

Check Also

চেয়ারম্যান পদে চার তারকার লড়াই

ক্রাইম প্রতিদিন, ডেস্ক ...