Home / বিনোদন / বিয়ে ছাড়াই সন্তান নিতে চান অভিনেত্রী শামা

বিয়ে ছাড়াই সন্তান নিতে চান অভিনেত্রী শামা

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : আমির খান ও মনীষা কৈরালা অভিনীত ‘মন’ (১৯৯৯) ছবিতে একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তবে ছোট পর্দার ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’ (২০০৩-২০০৫) সিরিয়ালে ‘পূজা’ নামে তিনিই ছিলেন মুখ্য ভূমিকায়।

সেই পূজার সঙ্গে বিশেষ কোনো মিল পাওয়া যাবে না ২০১৬ সালের ওয়েব সিরিজ ‘মায়া’র নায়িকা সোনিয়া অরোরার। কারণ ছোট পর্দার মধ্যবিত্ত পরিবারের পূজা তত দিনে পরিবর্তিত হয়েছেন মোহময়ী সোনিয়াতে।

অভিনেত্রী শামা সিকন্দারের এই পরিবর্তন প্রশংসনীয়। তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ছবি দেখলে অবাক হবেন বলিউডের অনেক দিভারাই।

শুধুমাত্র অভিনয় বা ফ্যাশনই নয়, শামা এবার নজর কেড়েছেন তার এক বক্তব্যেও। ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন যে, সন্তান জন্ম দেয়ার জন্য বিয়ে করতে হবে এমনটা তিনি মনে করেন না। বিয়ে না করেও যদি তিনি সন্তানের জন্ম দেন, তাকে তিনি ‘গর্বের সঙ্গে লাভ চাইল্ড’ বলেই পরিচয় দেবেন।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 45
    Shares
x

Check Also

অভিনয়ের পাশাপাশি তামিল নায়িকারা যা করেন

ক্রাইম প্রতিদিন : ভারতীয় চলচ্চিত্রে দক্ষিণী ফিল্মের একটা ...