Home / বাংলাদেশ / সারাদেশ / রাজধানী / মিরপুরের সেই বাড়িতে ২ মণ স্বর্ণের সন্ধানে মাটি খুঁড়ছে পুলিশ!

মিরপুরের সেই বাড়িতে ২ মণ স্বর্ণের সন্ধানে মাটি খুঁড়ছে পুলিশ!

ক্রাইম প্রতিদিন, ঢাকা : রাজধানীর মিরপুর ১০ নম্বরের আলোচিত সেই বাড়িটিতে গুপ্তধন সন্ধানের কাজ শুরু করেছে পুলিশ। পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার উজ-জামানের নেতৃত্বে সকাল পৌনে ১১ টার দিকে শুরু হয় অনুসন্ধান কাজ।

বাড়ির দু’টি কক্ষের মেঝেতে চলছে খননকাজ। পাকিস্তান আমলে বাড়িটি ছাড়ার সময় মালিক দিলদাশ খান প্রায় দুই মণ স্বর্ণ পুতে রেখে গেছেন বলে সহকর্মীর কাছে শুনেছেন পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি নাগরিক সৈয়দ আলম।

দু’বছর আগে দেশে এসে বাড়ির একটি রুমও ভাড়া নিয়েছিল সৈয়দ আলম। কিন্তু অন্য ভাড়াটিয়ার কারণে স্বর্ণ উত্তোলন প্রচেষ্টা সফল হয়নি তার। পরে খননে অনুমতি চান বাড়ির বর্তমান মালিক মনিরুল। তাকে অনুমতি না দিলে জটিলতা তৈরি হওয়ায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খননের সিদ্ধান্ত নেয় পুলিশ।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
x

Check Also

অবশেষে ৬৭০ কোটি টাকার ‘গুপ্তধন’ উদ্ধার

ক্রাইম প্রতিদিন ...