Home / সারাদেশ / লক্ষ্মীপুরে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ক্রাইম প্রতিদিন, ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর : “কমাতে হলে মাতৃ মুত্যু হার, মিডওয়াইফ পাশে থাকা একন্ত দরকার” এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, এনডিসি জেনারেল ইকবাল হোসেন, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন প্রমূখ।

এসময় বক্তারা মা ও শিশু মৃত্যুর হার, বাল্য বিবাহ কমাতে, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে ইউনিয়ন চেয়ারম্যান সহ সবাইকে ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও সবাইকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করারও আহবান জানান।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 2
    Shares
x

Check Also

লক্ষ্মীপুরে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ক্রাইম প্রতিদিন, ফরহাদ হোনেস, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে কমলনগরে ...