Home / দুর্ঘটনা-সংঘর্ষ / শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুল ছাত্রী নিহত

শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই স্কুল ছাত্রী নিহত

ক্রাইম প্রতিদিন, বেনাপোল : যশোরের শার্শার পল্লীর বাঁগআচড়া এলাকায় বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শনিবার সকালে স্কুল পড়ুয়া দুই ছাত্রী নিহত হয়েছেন।এলাকাবাসীর দেওয়া তথ্য সুত্রে জানা গেছে ১০ ই মার্চ সকাল ৭:৩০ ঘটিকায় স্কুল যাবার পথে বাগআঁচড়া বাজারে বালু ভর্তি ট্রাকের ধাক্কায় দুটি স্কুল ছাত্রীর অকাল মৃত্যু ঘটেছে এরা সম্পর্কে মামাতো-ফুফাতো দুই বোন।নিহত দুই স্কুল ছাত্রী হলো বাঁগআচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক মো: আলমগীর এর কন্যা ফাতিমা(১১) ও ভাগ্নী জেরিন(১০)।
জেরিন বাঁগআচড়া ইউনিয়নের বাগুড়ি গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে ও বাঁগআচড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী।সড়ক দূর্ঘটনায় অকালে হারিয়ে যাওয়া এই দুই ছাত্রীর মধ্যে অপরজন ফাতিমা বাঁগআচড়া বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে অধ্যায়ন রত ছিলো।সকালে বাড়ি হতে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে  মোটর সাইকেলে যোগে বাবা ও মামা আলমগীর এর সাথে বের হন এই স্কুল পড়ুয়া দুই ছাত্রী। স্কুলে পৌছানোর আগেই পথে বাঁগআচড়া বাজার এলাকায় নাভারন দিক হতে ঘাতক বালুর ট্রাকটি ছুটে এসে তাদের কে নিয়ে গেল না ফেরার দেশে।নিষ্পাপ দুটি মুখ চিরতরে হারিয়ে যাওয়ায় এলাকায় শোকর মাতম বইছে, হ্মত, বিহ্মত নিহত ছাত্রীর মরা দেহ দেখতে উৎসুক হাজারো লোক ভিড় জমাচ্ছে নিহতের বাড়ি।প্রতিবেশীরা কোন ভাবেই শান্ত করতে পারছেনা নিহতের স্বজনদের,তাদের আহাযারী, বুক ফাটা কান্নার আওয়াজে এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে ওঠেছে।নাভারন হাইওয়ে ফাড়ির ওসি হুমায়ন কবীর জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে,চালক ও হেলপার পালিয়ে গেছে।প্রভাষক আলমগির কে এলাকাবাসী অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তবে তার অবস্থাও আশঙ্কা জনক।ঘটনাস্থল হতে স্কুল ছাত্রীদের লাশ দুটি উদ্ধার করে পোস্টমাডামের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 22
    Shares
x

Check Also

বেনাপোল পৌরসভার কর্মচারীবৃন্দের কর্মবিরতি পালন

ক্রাইম প্রতিদিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার বেনাপোল ...