Home / অন্যান্য / সাহিত্য / শুভ কামনা : সাবিনা ইয়াসমিন রত্না

শুভ কামনা : সাবিনা ইয়াসমিন রত্না

শুভ কামনা
সাবিনা ইয়াসমিন রত্না

ভাল থেকো,সুখে থেকো,
শুভ কামনার সুর,
অনেক ভালোর দেওয়াল ঘেরা
ভীতরে বেদনা বিধুর।
কত সহজে হয়ে যায় বলা,
যেন সহজ সমাধান
তীল তীল করে গড়ে উঠা বাধনঁ,
কেদেঁ ফেরে, সাথে নিয়ে অপমান।
কত স্বাধনায় অর্জিত প্রেম,
ভেঙ্গে যায় কিছু কথায়,
যে হৃদয় কানন ফুলে ভরা ছিল
টুইটুম্বর করে ব্যথায়।
শুভ কামনা পরকে মানায়,
অাপনের জন্য নয়,
ভাল থেকো বলে বিদায় জানানো,
তা কি পরাণে সয়?
মুখের ভাষায় সুখে থেকো,
দুরের মানুষের জন্য,
ভালবেসে করলে সুখী,
অাপন মানুষ হয় ধন্য।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 112
    Shares
x

Check Also

স্বপ্ন আমার সত্যি হলো

স্বপ্ন আমার সত্যি হলো সাবিনা ইয়াসমিন রত্না ...