Home / বাংলাদেশ / সারাদেশ / সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন

ক্রাইম প্রতিদিন, মোঃ কামরুজ্জামান সেন্টু, শাহরাস্তি : সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নির্যাতনবন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, অব্যাহত সাংবাদিক নির্যাতন ও মামলা হামলার প্রতিবাদে চাঁদপুরের শাহ্রাস্তিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দোয়াভাঙ্গায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে প্রেসক্লাবের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

শাহ্রাস্তি প্রেসকøাবের সভাপতি কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, ফারুক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মঈনুল ইসলাম কাজল, সহ সভাপতি হাবিবুর রহমান ভূইঁয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ।

প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালণায় এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক স্বপন কর্মকার, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, সহ সম্পাদক ও অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, দপ্তর সম্পাদক জাকির হোসাইন খান, সহ অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মহিউদ্দিন, সাংবাদিক মাহবুব আলম, হাসানুজ্জামান, সিদ্দিকুর রহমান নয়ন সহ শাহ্রাস্তিতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 52
    Shares