Home / সারাদেশ / সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও শিশু দিবস পালিত

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও শিশু দিবস পালিত

ক্রাইম প্রতিদিন, হেলাল উদ্দীন, সাতক্ষীরা : বর্ণাঢ্য র্যালী শিশু সমাবেশ ও আলোচনা সভার মধ্যে দিয়ে সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেষ হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন প্রতিপাদ্য বিষয় হলো “বঙ্গবন্ধুর জন্মদিন”রঙ ছড়ানো আলো লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’ জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাংসদ বেগম রিফাত আমিন, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ খান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। বক্তারা বলেন, জাতির পিতার জন্ম না হলে আমরা লাল সবুজের বাংলাদেশ পেতাম না।। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালী জাতিসহ বিশ্ববাসী জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করবে।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 2
    Shares
x

Check Also

শোকের মাসে ঘুরে আসুন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর

ক্রাইম প্রতিদিন : বাঙালী জাতির অবিস্মরণীয় অধ্যায়ের নাম বঙ্গবন্ধু ...