Home / বিনোদন / সানি লিওনকে টপকে গেলেন আনুষ্কা

সানি লিওনকে টপকে গেলেন আনুষ্কা

ক্রাইম প্রতিদিন, ডেস্ক :  নতুন বছরটা বেশ ভালোই কাটছে আনুষ্কা শর্মার। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরী’ বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি তার আপকামিং দুটি ছবির কাজও চলছে জোরেশোরে। অন্যদিকে আবার বিবাহিত জীবনও বেশ সুখেই কাটছে আনুষ্কার। এর মধ্যে নায়িকার ঝুলিতে যোগ হলো আরেকটি খেতাব।

সম্প্রতি একটি গ্লোবাল টেকনোলজি সংস্থা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আকর্ষিত এবং প্রভাবশালী সেলিব্রিটিদের তালিকা প্রকাশ করেছে। মূলত ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিউজের ট্রেন্ড দেখেই এই তালিকা প্রকাশ করা হয়েছে। ট্রেন্ড অনুযায়ী শীর্ষস্থানে রয়েছে আনুষ্কা শর্মা। খবর এবেলার।

আনুষ্কার প্রাপ্ত স্কোর হলো ৭১ দশমিক ৯১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রাপ্ত স্কোর ৫০ দশমিক ৩৪, তৃতীয়তে রয়েছেন দীপিকা পাড়ুকোন। প্রাপ্ত স্কোর ৪০ দশমিক ০৯ এবং চতুর্থ কঙ্গনা রানাওয়াত। প্রাপ্ত স্কোর ৩১ দশমিক ৭৮।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 8
    Shares
x

Check Also

হোটেলে সরবরাহের সময় কুকুর আটক!

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : হোটেলে ভাগাড়ের পচা মাংস ...