Home / রাজনীতি / সুষ্ঠু নির্বাচন হলে ২০ আসনও পাবে না আ’লীগ : ফখরুল

সুষ্ঠু নির্বাচন হলে ২০ আসনও পাবে না আ’লীগ : ফখরুল

ক্রাইম প্রতিদিন :  সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে এ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা ও সব রাজবন্দির মুক্তির দাবি জানানো হয়।

বিকাল ৩টায় এ সমাবেশ শুরু হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। সমাবেশ শুরুর আগেই নয়াপল্টন জনতার ঢল নামে। কিছু শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পেলেও সময় স্বল্পতার কারণে মঞ্চ তৈরির সুযোগ পায়নি বিএনপি। ফলে খোলা ট্রাকের মঞ্চ থেকে সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
x

Check Also

শাসকগোষ্ঠীর পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র : ফখরুল

ক্রাইম প্রতিদিন : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ...