Home / বাংলাদেশ / সারাদেশ / সেনা সদস্যের কাছ থেকে টাকা ছিনতাই, আটক ৫

সেনা সদস্যের কাছ থেকে টাকা ছিনতাই, আটক ৫

ক্রাইম প্রতিদিন, সিলেট : সিলেটে এক সেনা সদস্যের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের আটক করা হয়।

পরে আজ বৃহস্পতিবার পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট নগরী ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল।

আটক ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, নাসির উদ্দিন, রাহেল আহমদ, মুক্তার হোসেন ও দিলওয়ার হোসেন।

গত ৭ মে বিকেলে সিলেট শহরতলীর কানাইঘাট সড়কে ছিনতাইয়ের শিকার হন সিলেট ক্যান্টনমেন্টে কর্মরত ল্যান্স করপোরাল মঈনুল ইসলাম। সে সময়ে তাঁর কাছ থেকে ছিনতাইকারীরা এক লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর অতিরিক্ত উপপুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে শাহপরান থানা পুলিশ অভিযান চালায়। এরপর গতকাল বুধবার তারা পাঁচ ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছোরা, দুটি মোটরসাইকেল ও ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এদের মধ্যে নাসির উদ্দিন ছিনতাই মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। বাকিদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার।সিলেটে এক সেনা সদস্যের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁদের আটক করা হয়।

পরে আজ বৃহস্পতিবার পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট নগরী ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল।

আটক ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, নাসির উদ্দিন, রাহেল আহমদ, মুক্তার হোসেন ও দিলওয়ার হোসেন।

গত ৭ মে বিকেলে সিলেট শহরতলীর কানাইঘাট সড়কে ছিনতাইয়ের শিকার হন সিলেট ক্যান্টনমেন্টে কর্মরত ল্যান্স করপোরাল মঈনুল ইসলাম। সে সময়ে তাঁর কাছ থেকে ছিনতাইকারীরা এক লাখ ৯০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পর অতিরিক্ত উপপুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে শাহপরান থানা পুলিশ অভিযান চালায়। এরপর গতকাল বুধবার তারা পাঁচ ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছোরা, দুটি মোটরসাইকেল ও ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এদের মধ্যে নাসির উদ্দিন ছিনতাই মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। বাকিদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার।

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 35
    Shares
x

Check Also

ছিনতাইয়ের অভিযোগে আ’লীগ নেতার ছেলেসহ ৪জন গ্রেপ্তার

ক্রাইম প্রতিদিন, পাবনা ...