Home / দুর্ঘটনা-সংঘর্ষ / হবিগঞ্জে কভার্ড ভ্যান চাপায় ট্রাক চালক নিহত

হবিগঞ্জে কভার্ড ভ্যান চাপায় ট্রাক চালক নিহত

ক্রাইম প্রতিদিন, মোঃ সুমন আলী খান, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় কভার্ড ভ্যান চাপায় সোহলে আহমদ (৩৭) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার পথচারী সহ আহত হয়েছেন আরো ৪জন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রোকনপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে সিলেটগামী একটি ট্রাক মহাসড়কের পাশে দাড় করিয়ে রোকনপুর নামস্থানে গাড়ির কাজ করছিল। সকাল সাড়ে ৬টায় ঢাকাগামী একটি কভার্ডভ্যান ট্রাকটিকে সাজারো ধাক্কা দিলে গাড়ির নিচে থাকা ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন ট্রাকের হেলপার আব্দুল মমিন ও পথচারী রাসেল মিয়া। মহাসড়কের পাশে কোন ঘরবাড়ি না থাকায় সকাল ৯টা পর্যন্ত লাশ ও আহতরা ট্রাকের নিচেই পড়েছিল। পরে ঢাকাগামী অন্য একটি ট্রাক লাশ ও আহতদের উদ্ধার করে ট্রাকে করে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ নিয়ে আসে। শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক জানান, দুর্ঘটনায় নিহত সোহেল আহমেদ এর লাশ শেরপুর হাইওয়ে থানায় রয়েছে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 4
    Shares