Home / লিড নিউজ / হেলিকপ্টারে উড়ে আল্লামা শফী ঢাকায়

হেলিকপ্টারে উড়ে আল্লামা শফী ঢাকায়

ক্রাইম প্রতিদিন, চট্টগ্রাম : হেলিকপ্টারে করে ঢাকায় পৌঁছেছেন হেফাজতের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

রোববার দুপুরে হাটহাজারী মাদ্রাসা থেকে একটি বেসরকারি হেলিকপ্টার যোগে তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন বলে জানান তার ছেলে মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক আনাস মাদানী।

হেফাজত ইসলামের প্রচার সম্পাদক আনাস মাদানী জানান, ঢাকায় পৌঁছে আজগর আলী হাসপাতালে হেফাজত আমির শারীরিক চেকআপ শেষে বিকাল সাড়ে ৩টার দিকে ফরিদাবাদ কওমি মাদ্রাসায় যান।

সোমবার ঢাকার জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওই কাউন্সিলে হেফাজত আমির অংশ নেবেন। এছাড়া সারা দেশ থেকে শত শত মাদ্রাসা শিক্ষক ও উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। কাউন্সিলে সভাপতিত্ব করবেন বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 26
    Shares
x

Check Also

আল্লামা শফি হাসপাতালে ভর্তি

ক্রাইম প্রতিদিন : হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ ...