Home / হোয়াইট হাউসে বিবিসি-সিএনএন নিষিদ্ধ!

হোয়াইট হাউসে বিবিসি-সিএনএন নিষিদ্ধ!

ক্রাইম প্রতিদিন : এবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার অনুমতি পেল না বিবিসি, সিএনএনসহ বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকরা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিন স্পাইসারের এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি।

তবে কেন তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি, তার কোনো কারণ জানাননি স্পাইসার। সর্বশেষ গণমাধ্যমকে আক্রমণ করে দেয়া প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের পরই এ ঘটনা ঘটল। শুক্রবার ট্রাম্প তার সর্বশেষ আক্রমণে গণমাধ্যমকে ‘মিথ্যা সংবাদ পরিবেশনকারী’ এবং ‘জনগণের শত্রু ‘ আখ্যায়িত করেন। এর আগে ট্রাম্প সিএনএন এবং নিউইয়র্ক টাইমস’র কড়া সমালোচনা করেছিলেন।

প্রেস সেক্রেটারি স্পাইসার গণমাধ্যমের প্রতি হুশিয়ারি দিয়ে বলেছেন, সামনের দিনগুলোতে হোয়াইট হাউস ‘মিথ্যা বর্ণনা’র সংবাদের বিরুদ্ধে ‘যোগ্য জবাব’ দেবে।

তার এ বক্তব্যের পর নিষেধাজ্ঞা পাওয়া গণমাধ্যমের সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা প্রেসব্রিফিং বয়কট করে প্রতিবাদ জানান।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন