Home / খেলাধুলা / ১৭ বছরের রেকর্ড ভেঙে ফেললেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন!

১৭ বছরের রেকর্ড ভেঙে ফেললেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন!

ক্রাইম প্রতিদিন : বিশ্বকাপের পর তারকারা কে কোন ক্লাবের জার্সি গায়ে চড়াচ্ছেন সে খবর নিতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

আর এ ব্যাপারে ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি মনোযোগ তারকা খেলোয়াড় ও ক্লাবগুলোর টুইটার অ্যাকাউন্টের দিকে। তাদের ছোট্ট একটি টুইটেই খবর ছড়িয়ে পড়ছে সারাবিশ্বে। তবে টুইট নয় ইতালি ও ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যম অনুযায়ী, ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার দুয়েক দিনের মধ্যেই লিভারপুলে যোগ দিতে যাচ্ছেন।

আর ভেঙে দিতে যাচ্ছেন গোলরক্ষকের বিশ্বরেকর্ডটিও! ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে এএস রোমা থেকে আলিসন বেকারকে নিয়ে নিচ্ছে লিভারপুল।

ইংল্যান্ডের সংবাদমাধ্যম জানিয়েছে, ৬৬.৮ মিলিয়ন পাউন্ডের (৭৫ মিলিয়ন ইউরো) বিনিময়ে নিজেদের সেরা গোলরক্ষককে লিভারপুলের কাছে দিয়ে দিচ্ছে এএস রোমা।

২০০১ সালে ৫২ মিলিয়ন ইউরোতে জিয়ানলুইজি বুফনকে কিনে জুভেন্টাস একটা চমক লাগিয়ে দিয়েছিল। প্রায় দেড় যুগে ধরে এ অঙ্কটা গোলরক্ষক হিসেবে এ ইতালিয়ান কিংবদন্তির রেকর্ড হয়েছিল। এতদিন কোনো গোলরক্ষকের জন্যই এত অর্থ খরচ করেনি কোনো ক্লাব।

সেই ১৭ বছরের রেকর্ডটি এবার ভেঙে দিচ্ছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ও লিভারপুল ক্লাব। তাও আবার প্রায় ২৩ মিলিয়ন ইউরোর ব্যবধানে!

এবার ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক এখন থেকে লিভারপুলেরও এক নম্বর হবেন। সূত্র : বিবিসি স্পোর্টস

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 8
    Shares
x

Check Also

খেলল ব্রাজিল, জিতল বেলজিয়াম

ক্রাইম প্রতিদিন ...