Home / বিনোদন / অবশেষে মুক্তি পেল মাসুদ খান নদীর আলোচিত মিউজিক্যাল ফিল্ম ‘পাগলামী’

অবশেষে মুক্তি পেল মাসুদ খান নদীর আলোচিত মিউজিক্যাল ফিল্ম ‘পাগলামী’

আলোচিত লাক্স সুপারস্টার মডেল অভিনেত্রী তানিন তানহা,এবংপরিচিত মুখ মডেল আলিফ অভিনিত মিউজিক্যাল ফিল্ম “পাগলামী” অবশেষে আজ মুক্তি পেল,লেজার ভিশনের ব্যানারে। পাগলামী শিরোনামের এই আলোচিত গানটির মিউজিক্যাল ফিল্ম আজ প্রকাশিত হয়। সংগীত পাড়ায় আলোচিত এই গানটিতে কন্ঠ দিয়েছেন এই সময়ের দুই জনপ্রিয় কন্ঠ শিল্পী মাসুদ খান এবং নদী, গানটির কথা লিখেছেন আরিফুল ইসলাম মামুন, সুর করেছেন আরিফুল ইসলাম মামুন এবং মাসুদ খান, গানটির মিউজিক করেছেন মুশফিক লিটু।এতে প্রথমবারের মত মুখ মুখ পোড়ানোর চরিত্রে অভিনয় দেখা যাবে লাক্স সুপাস্টার খ্যাত তানিন তানহাকে। পাগলামী সম্পর্কে সংগীত শিল্পী মাসুদ খান বলেন পাগলামী নিয়ে আমি খুব আশাবাদী, এ গানটি নদীর সাথে খুব উপভোগ করে গেয়েছি আমি, সে সাথে আলদা মাত্রা যোগ হয়েছে লাক্স সুপারস্টার তানিন তানহা এবং আলিফের পাগলামী সত্যিকার অর্থে দারুণ পাগলামীতে মুখ পোড়ানো চরিত্রে দেখা যাবে তানিন তানহাকে, বাকিটা দর্শকদের হাতে। আলিফ বলেন বলেন, “কাজটি করতে গিয়ে আমিও খুব এনজয় করেছি। গল্পটি অসাধারণ হয়েছে। কাজের মধ্যে একটা ভিন্নতা পেয়েছি। আশা করছি কাজটি সবাই উপভোগ করবেন।” এতে তানিন-আলিফ ছাড়াও অভিনয় করেছেন, দিলু মজুমদার, রেশমি, লিজা খানম, পাপনসহ আরো অনেকে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 10
    Shares