Home / বাংলাদেশ / জাতীয় / অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : তিন দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে সিডনি ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর ইউএনবির।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মাদ সাইফুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সোমবার সকালে বাংলাদেশে পৌঁছানোর কথা।

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে তিন দিনের সফরে অস্ট্রেলিয়া যান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করেন।

তিনি অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী সিডনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ ছাড়া সেখানকার বাঙালি কমিউনিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি অংশ নেন।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 4
    Shares