April 20, 2019

আপডেট : কেন্দুয়ায় বাস চাপায় নিহত ৪, অহত ৩

ক্রাইম প্রতিদিন, হুমায়ুন কবীর, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া-নান্দাইল সড়কের কেন্দুয়া মাসকা ইউনিয়নের কাঠালতলা নামক স্থানে নিহত বাসচাপায় ময়মনসিংগামী সিএনজি চালকসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় মূমুর্ষু অবস্থায় আহত আরো ৩ জনকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে সংকটাপন্ন অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । আহতরা হলেন উপজেলার নওপাড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের আলেক মিয়ার পুত্র গোলাম রব্বানি, একই গ্রামের দুধু মিয়ার পুত্র জসিম উদ্দিন (৪০), সাইফুল ইসলামের পুত্র সাকিব (২২)। নিহতদের মধ্যে সিএনজি চালক বলাইশিমুল গ্রামের আব্দুর রহমানের পুত্র জামাল (৩০)। নিহত অন্য ৩ জনের পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানা যায় শনিবার বেলা প্রায় ৩ টার দিকে কেন্দুয়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে একটি সিএনজিকে ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া নামক যাত্রীবাহী বাস উপরোল্লেখিত স্থানে চাপা দেয়। এতে সিএনজি চালক ও যাত্রীসহ সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মী ও পুলিশ এসে সিএনজি থেকে আহত ও নিহতদের উদ্ধার করে আহতদেও উপজেলা হাসপাতালে ও নিহতদেও লাশ থানায় নিয়ে আসে। খবর পেয়ে ওসি ইমারত হোসেন গাজী , উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া, পৌর মেয়র আসাদুল হক ভূইয়া, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান সেলিম, মাসকা ইউপি চেয়াম্যান মোস্তাফিজুর রহমান খোকামনিসহ সাংবাদিক ও স্থানীয় লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন ......