Home / আন্তর্জাতিক / ইতিহাসে প্রথমবার একসঙ্গে সামরিক মহড়ায় ভারত-পাকিস্তান
প্র্রতীকী ছবি

ইতিহাসে প্রথমবার একসঙ্গে সামরিক মহড়ায় ভারত-পাকিস্তান

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : ১৯৪৭ সালে আলাদা রাষ্ট্র হিসেবে ভারত-পাকিস্তানের জন্মের পর প্রথম কোনো সামরিক মহড়ায় একসঙ্গে অংশ নিতে যাচ্ছে দেশ দুটি।

আগামী সেপ্টেম্বর মাসে শান্তির লক্ষ্যে একটি যৌথ মহড়ার আয়োজন করেছে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (এসসিও)। সেখানে এসসিওভুক্ত অন্য দেশগুলোর সঙ্গে অংশ নেবে ভারত ও পাকিস্তান। খবর জি নিউজের।

বেইজিংয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইনেশনের পঞ্চদশ বৈঠকে Peace Mission 2018-এ যোগদানের কথা ঘোষণা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন।

তবে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি তিনি। নির্মলা সীতারমন বলেন, এসসিওর অধিকাংশ দেশগুলোর সঙ্গে দারুণ সম্পর্ক ভারতের। প্রতিরক্ষাক্ষেত্রে বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাই আমরা।

সেনা মহড়ায় এই প্রথমবার অংশ নিতে চলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো। গতবছরই এসসিওতে পূর্ণ সদস্য পদ পেয়েছে পাকিস্তান ও ভারত। এই সেনা মহড়ায় অংশ নেবে চীন ও রাশিয়া। সেনা মহড়ায় যোগ দেয়ার কথা ঘোষণা করেছে পাকিস্তানও।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 3
    Shares