Home / এক্সক্লুসিভ / বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করলেন রিগ্যান চাকমা

বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করলেন রিগ্যান চাকমা

ক্রাইম প্রতিদিন, দিদারুল আলম খাগড়াছড়ি : খাগড়াছড়ির দিঘীনালায় বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করলেন রিগ্যান চাকমা।

দিঘীনালা উপজেলার রন্জন চাকমার ছেলে রিগ্যান চাকমা বৌদ্ধ ধর্মা ছেড়ে নিজের ইচ্ছায় মুসলিম ধর্ম গ্রহন করলেন। সে ৪ নং দিঘীনালা ইউনি্য়নের ০২ নং ওয়ার্ডের বাসি্ন্ধা। তার পিতা রন্জন চাকমা,মাতা মায়া চাকমা, বাগাইছড়ি মুখ এলাকায় তার বাড়ী। ইসলাম ধর্ম গ্রহন কালে রিগ্যান চাকমার বয়স হয়েছিল ২৪ বছর।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 60
    Shares