Home / বাংলাদেশ / সারাদেশ / উদীচীর নাট্যজন সম্মাননা পেলেন কেন্দুয়ার সাংবাদিক রাখাল বিশ্বাস

উদীচীর নাট্যজন সম্মাননা পেলেন কেন্দুয়ার সাংবাদিক রাখাল বিশ্বাস

ক্রাইম প্রতিদিন, কেন্দুয়া (নেত্রকোণা) : ময়মনসিংহ বিভাগীয় উদীচী শিল্পীগোষ্ঠির আয়োজনে ও ময়মনসিংহ জেলা সংসদের সহযোগীতায় উদীচীর সুবর্ণ জয়ন্তী, বিভাগীয় ৩দিন ব্যাপী নাট্যাৎসব ও নাট্যজন সম্মাননায় নেত্রকোণা জেলা নাট্যজন সম্মাননা পেয়েছেন কেন্দুয়ার পালা-নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস। ২৫ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি পর্যন্ত ৩দিন ব্যাপী নাট্যাৎসব ও নাট্যজন সংবর্ধনা ময়মনসিংহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা সংগ্রামী ও সংস্কৃতিজন কামাল লোহানি। সভাপতিত্ব করেন, লেখক গবেষক অধ্যাপক যতীন সরকার। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। এ সময় নাট্যজন সম্মাননা দেয়া হয়, শেরপুর জেলার অধ্যাপক শিব শংকর কারুয়া, জামালপুর জেলার ফজলুল করিম ভানু এবং নেত্রকোণা জেলার রাখাল বিশ্বাসকে। পরে শেরপুর জেলা উদীচীর নাটক “মরা” জামালপুর জেলা উদীচীর নাটক “বউ” এবং নেত্রকোণা জেলা উদীচীর নাটক “মানুষ” পরিবেশিত হয়।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 31
    Shares