Home / বাংলাদেশ / রাজনীতি / এই সরকারের অধীনে নির্বাচনে যাব না : কাদের সিদ্দিকী

এই সরকারের অধীনে নির্বাচনে যাব না : কাদের সিদ্দিকী

ক্রাইম প্রতিদিন, ঢাকা : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দল অংশ নেবে না। এছাড়া নির্বাচনকালীন কোন জোটে তার দল যাবে সেই সিদ্ধান্ত নেয়ার সময় এখনও আসেনি বলেও উল্লেখ করেন তিনি।

রোববার দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলকের ছেলে সিটি ব্যাংকের অফিসার পার্থ প্রতীম সরকারের বিবাহত্তোর বৌভাত অনুষ্ঠানে এসে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থায় আমাদের দেশে যে অবস্থা চলছে সেই কারণে নির্বাচিত সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন মানুষ মানতে চায় না। পৃথিবীর অন্য দেশে এই প্রথা চললেও আমাদের দেশে অচল।

এ সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমজাদ হোসেন সিকদার, সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস ও প্রচার সম্পাদক আজাদ হোসেন কহিনুর প্রমুখ।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 12
    Shares