Home / লিড নিউজ / একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন রুমি

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন রুমি

ক্রাইম প্রতিদিন, নওগাঁ : নওগাঁর উপজেলা সদর পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতি মায়ের তিন সন্তান প্রসব হয়েছে।

২রা ফেব্রুয়ারী শুক্রবার হাসপাতাল সূত্রে জানা যায় মোসা:রুমি(২০)স্বামী :ওমর ফারুক,গ্রাম-হাশিমপুর,ডাক-রঘুনাথপুর, থানা- ধামুইর হাট,জেলা-নওগাঁ,।সকাল ৭.৫০ মি:নিজ বাড়ীতেই প্রসব ব্যাথা শুরু হয় এবং একটি সন্তান প্রসব হয়,এর পর সমস্যা মনে হলে তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১১.০০টায় ভর্তি করা হয়, সেখানে প্রসব হয় অপর দুই সন্তান এর মধ্যে পেট থেকেই একটি মৃত্যু সন্তান প্রসব করেন।

জানা যায় তিনটি বাচ্চাই পুত্র সন্তান। প্রসূতি মা এবং জীবিত দুই বাচ্চার অবস্থা খারাপ মনে হলে কর্তব্যরত চিকিৎসক ডা:শহিদুল ইসলাম সুমন রোগীর উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরন করেন।

এ রিপোর্ট লেখা পযন্ত প্রসূতি মা এবং জীবিত দুই বাচ্চাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা চলছে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 11
    Shares