Home / এক্সক্লুসিভ / একাদশ সংসদ নির্বাচন : ইলিশের বাড়ি চাঁদপুরে জমবে লড়াই

একাদশ সংসদ নির্বাচন : ইলিশের বাড়ি চাঁদপুরে জমবে লড়াই

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : মেঘনা, ডাকাতিয়ার কোল জুড়ে প্রায় বর্গাকার একটুকরো ঘন সবুজ ভূখণ্ডের নাম চাঁদপুর। আকাশের চাঁদ জ্যোৎস্না হয়ে ঝরে পড়ে এই সবুজ ভূখণ্ডে। আচ্ছাদিত করে রাখে হাজার বছরের বিকশিত সভ্যতার এক সমৃদ্ধ জনপদকে। ত্রিনদীর সঙ্গমস্থল আর ইলিশ চত্বর চাঁদপুর জেলার অন্যতম দর্শনীয় স্থান।

১৭ হাজার ৪০৬ বর্গ কি.মি আয়তনের এ জেলায় সাড়ে ১৭ লাখ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৯১ হাজার ৬০১ আর নারী ভোটার ৮ লাখ ৫৮ হাজার ৯১৮ জন।

১৯৯১ থেকে ২০০১’র নির্বাচন পর্যন্ত চাঁদপুরে ছিল ৬টি সংসদীয় আসন। ০৮’র নির্বাচনে ১টি কমে এ জেলার আসন সংখ্যা এখন ৫টি।

৯১’র নির্বাচনে চাঁদপুর-১ ছাড়া বাকি সব ক’টি আসনই ছিল বিএনপির দখলে। ৯৬ তে চারটি আসন ধরে রাখতে পারলেও চাঁদপুর ২ ও ৫-এ নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী। ২০০১ এর নির্বাচনে অবশ্য চাঁদপুরের সবগুলো আসনেই ধানের শীষের জয়। পরের দুটি সংসদ নির্বাচনে পুরো চাঁদপুর নৌকার নিরঙ্কুশ জয়। শুধু ০৮’র নির্বাচনে কোনমতে চাঁদপুর-৪ আসনের জয় ঘরে তুলতে পেরেছিল বিএনপি।

চাঁদপুর মানেই নৌকা ধানের শীষের কর্তৃত্বের লড়াই। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখেও লড়াইয়ের হাওয়া বইতে শুরু করেছে চাঁদপুরের ভোটের মাঠে।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 15
    Shares