April 20, 2019

এ কোন মোশাররফ করিম?

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : ছবি দেখে অবাক হবেন অনেকেই। প্রিয় অভিনেতার এমন হাল কেন? মুখভর্তি দাড়ি, রোদে পুড়ে যাওয়া কুচকুচে কালো মুখ, ইয়া বড় ভুঁড়ি!

যারা গত কয়েক ঈদে মোশাররফ করিম অভিনীত ‘যমজ’ নাটকের সিরিজগুলো দেখে আসছেন তারা মোটেই অবাক হবে না। কারণ মোশাররফকে এমন সব চরিত্রে দেখে অভ্যস্ত তারা।

এ নাটকে ত্রয়ী চরিত্রে অভিনয় করে আসছেন এ অভিনেতা। যার একটি আলাভোলা, একটি অতি চালাক এবং একটি তাদের বাবার চরিত্র।

নাটকটি পরিচালনা করছেন আজাদ কালাম। এবারও ঈদুল ফিতরে প্রচারের লক্ষ্যে নির্মাণ করা হল নাটকটির নবম সিক্যুয়েল ‘যমজ-৯’।

যাতে আগের অনেক শিল্পী পরিবর্তন হলেও ত্রয়ী চরিত্রে থাকছেন মোশাররফ করিম। তার সঙ্গে যুক্ত হয়েছেন অ্যানি খান ও মনিরা মিঠু। নাটকটি প্রতি ঈদের মতো এবারও আর টিভিতে প্রচার হবে।

আরও পড়ুন ......