Home / লিড নিউজ / কিশোরগঞ্জে সাকিবের জন্মদিন উদযাপনে মোস্তাফিজ

কিশোরগঞ্জে সাকিবের জন্মদিন উদযাপনে মোস্তাফিজ

ক্রাইম প্রতিদিন, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লিগ উদ্বোধনে এসে হাজার হাজার ভক্ত-অনুরাগীর সঙ্গে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে নিজের ৩১তম জন্মদিন উদযাপন করেছেন তিন ফরমেটের বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় হাজারো ভক্তের মাঝে জাতীয় ক্রিকেট দলের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

শনিবার বেলা দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিশাল কেক কেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিনের কেক কাটার সময় স্টেডিয়ামের গ্যালারিভর্তি হাজার হাজার দর্শক ও ভক্তদের সাকিব সাকিব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম এলাকা।

স্টেডিয়ামের গ্যালারিতে এ সময় শোভা পায় ‘হ্যাপি বার্থডে টু সাকিব’ লেখা তরুণ-তরুণীদের উঁচিয়ে ধরা নানা রঙ-বেরঙের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন। বিশ্বসেরা এ অলরাউন্ডারের জন্মদিনের কেক কাটার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, লিগের উদ্বোধক বিসিবি পরিচালক ও এক্সপো গ্রুপের চেয়ারম্যান মাহবুব আনাম, বিসিবি পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, বিশ্বসেরা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র মাহমুদ পারভেজসহ ক্রিকেট লিগ আয়োজক কমিটির কর্মকর্তারা।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 1
    Share