Home / ভোক্তা অধিদপ্তর / কুষ্টিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার

কুষ্টিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে সেমিনার

ক্রাইম প্রতিদিন, এম.লিটন-উজ-জামান, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালনে সচেতনতা গড়ে তুলতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় সেখানে সাধারণ ভোক্তা প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমিনুর রশীদ ও সহকারী পরিচালক সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন।

সেমিনারের নির্ধারিত প্রতিপাদ্য শ্লোগান “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করন” বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববান হওয়ার মাধ্যমেই কেবল সফলতা অর্জন সম্ভব বলে মত দেন বক্তারা। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক সেলিমুজ্জামন গত এক বছরের ভোক্তা অধিকার সংরক্ষনের পরিচালিত অভিযানের অর্জন চিত্র তুলে ধরেন।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 9
    Shares