Home / সারাদেশ / কুষ্টিয়ায় শতবর্ষের বিদ্যালয় সরকারী করণের দাবীতে মানববন্ধন

কুষ্টিয়ায় শতবর্ষের বিদ্যালয় সরকারী করণের দাবীতে মানববন্ধন

ক্রাইম প্রতিদিন, কুষ্টিয়া : প্রতিষ্ঠার ১শ ৬১ বছর পার হয়ে গেলেও এখনো সরকারি করন হয়নি কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী এমএন পাইলট উচ্চ বিদ্যালয় । সরকারি করনে সকল প্রকার সর্তাবলি পুরন হওয়া সর্তেও এখনো সরকারী করণ হয়নি বিদ্যালয়টি। আজ ২৮শে ডিসেম্বর সকাল ১১টায় বিদ্যালয়টির সরকারি করনের দাবিতে কুমারখালী উপজেলার গনমোড়ে মানববন্ধন করেছে বিদ্যালয়ের প্রাক্তন এবং অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও সচেতন উপজেলাবাসী।

মানববন্ধনে বক্তরা বলেন,অতিদ্রুত বিদ্যালয়টি সরকারি করন না হলে বিদ্যালয়ের প্রাক্তন এবং অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও সচেতন উপজেলাবাসী মিলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ কুমারখালী পৌরসভার কাউন্সিলর হারুন অর রশিদ, নাট্যকার লিটন আব্বাস, প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ প্রমুখ।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন