Home / সারাদেশ / কুড়িগ্রামে ভূমিকম্প অনুভূত

কুড়িগ্রামে ভূমিকম্প অনুভূত

ক্রাইম প্রতিদিন, কুড়িগ্রাম : কুড়িগ্রামে মাঝারি ধরণের ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ১৪ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, প্রায় ৩০সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্প রিকটার স্কেলে মাত্রা ছিলো ৪দশমিক ৬। ভূমিম্পের উৎপত্তিস্থল কুড়িগ্রাম থেকে প্রায় ৬০ কি.মি. দূরে আসাম রাজ্যের গৌরিপুর নামক স্থানে। কুড়িগ্রামে এই ভূ-কম্পনের অনুভুত হয় সবচেয়ে বেশি। শীতের সকালে আকষ্মিক ভূ-কম্পনের ফলে মানুষজন আতংকিত হয়ে পড়ে। জনমনে ভীতির সঞ্চার হয়েছে। এদিকে ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

এই মুহূর্তে অন্যরা যা পড়ছে