Home / সারাদেশ / কেন্দুয়ায় ৮ ফেব্র“য়ারিকে ঘিরে নেতাকর্মীদের নিয়ে সামছুল কবীরের বৈঠক

কেন্দুয়ায় ৮ ফেব্র“য়ারিকে ঘিরে নেতাকর্মীদের নিয়ে সামছুল কবীরের বৈঠক

ক্রাইম প্রতিদিন, হুমায়ুন কবীর, কেন্দুয়া : ৮ ফেব্র“য়ারি খালেদা জিয়ার দূর্নীতি মামলার রায়কে ঘিরে বিএনপি জামাত যাতে কোন রকম নাশকতা করতে না পারে এ জন্য আ’লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী মাঠে নেমে কঠোর ভাবে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন আওয়ামীলীগের বলিষ্ট নেতা ও নেত্রকোনা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী সামছুল কবীর খান। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে এসে তিনি কেন্দুয়া নতুন বাসস্ট্যান্ডস্থ তার দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে এক বৈঠকে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরোও বলেন, উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার সিদ্ধান্তের সাথে একত্রিত হয়ে আমরা আজ থেকেই মাঠে নেমে যাবো। কোন অবস্থাতেই কাউকে নাশকতা করে জনগনের জানমালের ক্ষতি করতে দেবো না। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধূরী, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা মনোয়ার হোসেন, ডাঃ নজরুল ইসলাম, সাদেক মিয়া, এনামুল কবির খঅন, যুবলীগ নেতা মোস্তাক আহম্মেদ, শাহিন আনোয়ার, হুমায়ুন কবীর, সেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল ইসলাম জহির প্রমূখ। পরে তিনি নেতাকর্মীদের নিয়ে সদ্য প্রয়াত শিক্ষক নেতা আবু তাহের ভূঞা বকুল মাষ্টারের বাসভবন ও প্রয়াত অরবিন্দু মোহন পন্ডিতের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও প্রায়তদের আত্মার শান্তি কামনা করেন।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 5
    Shares