Breaking News

কে এই সাখাওয়াত?

ক্রাইম প্রতিদিন, ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের ১৫তম সদস্য সাখাওয়াত হোসেন সায়মেন। হুট করে দলে অন্তর্ভুক্ত হওয়ায় দেশের ক্রিকেটে অপরিচিত এ মুখ নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

উইন্ডিজের বিপক্ষে প্রথমে ১৩ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে প্রস্তুতি ম্যাচে দারুণ পরফরম করায় সুযোগ পান সাদমান ইসলাম। টেস্টের আগের দিন পর্যন্ত ১৪ সদস্যের দলই ছিল বাংলাদেশ। কিন্তু শুরুর দিন অফিসিয়াল লিস্টে ১৫তম সদস্য হিসেবে নাম পাওয়া গেছে সাখাওয়াতের।

বিসিবির ভাষ্য, শুধু বদলি খেলোয়াড় হিসেবে নেয়া হয়েছে সাখাওয়াতকে। সে চট্টগ্রামেরই ছেলে। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছে।

বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক সাব্বির রহমান বলেন, সে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলে। ও এখানকার লোকাল বয়। চিটাগাং টেস্টে বদলি খেলোয়াড় হিসেবে আছে।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেন, সাখাওয়াতকে মূলত খেলোয়াড়দের সহায়তা করতে নেয়া হয়েছে। মাঠে পানি নিয়ে যাওয়া, ফিল্ডারদের কাছে সরঞ্জামাদি পৌঁছে দেয়া, একটু ফিল্ডিং করে দেয়া- এসব কারণেই রাখা।

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কড়া নিয়ম বিদ্যমান। আকসুর ব্যাপার আছে। খেলোয়াড় তালিকায় তার নামটি রাখার এটিও অন্যতম কারণ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার স্কোয়াডের বাইরেও খেলোয়াড় রাখার চর্চা আছে।

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন