Home / সারাদেশ / খালেদা জিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মিছিল সমাবেশ

খালেদা জিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মিছিল সমাবেশ

ক্রাইম প্রতিদিন নোয়াখালী: এতিমের অর্থ আত্মসাতকারী, বিদেশে অর্থ পাচারকারী, খালেদা ও তার পুত্র, দুনীর্তিবাজ খালেদা জিয়ার গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সমছুদ্দীন জেহান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শহীদ উল্যাহ খাঁন সোহেল প্রমুখ।

মিছিলে জেলা আওয়ামী লীগ,উপজেলা আওয়ামীলীগ,শহর আওয়ামীলীগ,জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করে।

সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের বিশৃঙ্খলা রাজপথে প্রস্তুত রয়েছে। জনগণের জানমালের ক্ষতি সাধনের অপচেষ্টা রুখে দিতে হবে। বক্তারা যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সদা জাগ্রত থাকার আহবান জানান।
সালাহ উদ্দিন সুমন/নোয়াখালী:

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 45
    Shares