Home / সারাদেশ / খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে জেলা বিএনপির মানববন্ধন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে জেলা বিএনপির মানববন্ধন

ক্রাইম প্রতিদিন, চাঁদপুর : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছে জেলা বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০ টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানবন্ধনে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. সলিম উল্লাহ সেলিম, মাহাবুব আনোয়ার বাবলু।

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, এড. হারুনুর রশীদ, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারন সম্পাদক আফজাল হোসেন, সাবেক কাউন্সিলর আলী আহম্মদ সরকার, সদর থানা যুবদলের সাধারর সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক হাবীব ভূইয়া, পৌর বিএনপির আব্দুল কাদেও বেপারী, সাংড়ঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, পৌর বিএনপির কোষাধ্যক্ষ কাইয়ুম খান|

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার, সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক সলেমান ঢালী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মেরাজ চোকদার, শহর যুবদলের আহবায়ক শাহানুর বেপারী শানু, যুগ্ম আহবায়ক মোস্তফা বন্ধুকসী,রাজ্জাক হাওলাদার, সদর থানা ছাত্রদলেল আহবায়ক ঈমান গাজী, পৌর ছাত্রদলের আহবায়ক ঈসমাইল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক সোহেল রানা সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের অংগসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

মানববন্ধন চলাকালীন সময়ে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকে।

আরও পড়ুন.......

শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন
  • 5
    Shares